April 11, 2008

শহীদুল জহির RIP

হয়ত সেই রাতেও পূর্ণিমা ছিল
হয়ত রাস্তায় এক ফকির তার বাবাকে থামিয়ে বলেছিল যে তার কপালে এমন এক সন্তান আছে যার মতো লেখক বাংলা ভাষায় এর আগে দেখা যায়নি।
হয়ত সেই কথা শুনে তার বাবা অবাক হয়ে দাঁড়িয়ে থাকার সময় ঘাট থেকে নৌকাটি ছেড়ে দিয়েছিল।
হয়ত তার পরের নৌকায় উঠার সময় তার সাথে দেখা হয়েছিল তার ভবিষ্যত স্ত্রীর, তার ছেলের ভবিষ্যত মা।
হয়ত সেই ছেলে ভুতের গলিতে সত্যিই ভুত দেখতে পেয়েছিল।
হয়ত সে সত্যিই শুনেছিল গ্রামের মানুষের কাহিনী সেই জ্যোৎস্নার আলোতে।
হয়ত সে সত্যিই জীবন ও রাজনৈতিক বাস্তবতা মেনে নিতে পারেনি।
হয়ত সে কারণেই তার মতো মানুষ, যে এই দেশ ও দেশের মানুষের করূণ বাস্তবের মধ্যেও সৌন্দর্য ও ভালবাসা খুজে পেয়েছিল, সেও চলে গেল এত কম সময় কাটিয়ে।

শহীদুল জহির ওরফে শহীদুল হক – ১৯৫৪-২০০৮ইন্নালিল্লাহেওয়াইন্নাইলাহে্রাজিউন।