December 11, 2007

চলেন আমরাও সরকারকে মাফ করে দেই

প্রিয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের তত্বাবধায়ক সরকার এবং তাদের দেশপ্রেমীক সাহায্যকারী,

আমরা - বাংলাদেশের অসহায়, বুদ্ধিসম্পন্ন, দেশপ্রেমী জনগণ - আপনাদের মাফ করে দিলাম বছরের শুরুতে এতো ফালতু কথা বলে ও মিথ্যা অঙ্গীকার করে আমাদেরকে বৃথা আশা-আকাঙ্খা দেবার জন্যে। শধু মাফই নয়, যেন আপনাদের চাকুরি না চলে যায় এর জন্যেও বিশেষ করে ব্যবস্থা নিলাম।

একজন অতিউত্তেজিত, বাগ্বহুল উপদেষ্টা যদি ক্ষমা চায় আমাদের কাছে, তাহলে তাকেও হয়ত ক্ষমা করতে পারি।

ইতি,
আপনাদের মামাবাড়ীর নয়, নিজের স্বাধীন দেশের একজন স্বাধীন নাগরিক।

1 comment:

Anonymous said...

You may well excuse, my friend, the government and its nice little patriotic 'helpers' from the northern neighbourhood of your beloved city, but do you think the government [aka the 'state'] would excuse you? I afraid not. Even if you are ready to excuse it and want it to leave you alone, the 'state' has assumed a responsibility to 'serve' you, from which you have virtually no scape.